লুডুতে হ্যাকিং করে বাজিমাত, মেয়েদেরে সাথে প্রতারনা।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 83031 Shares

গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলেছেন আসিফ ইকবাল ফারাবী নামে এক যুবক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অভিনব কায়দায় ফেসবুকের বর্তমান ফিচার লুডু ষ্টার হ্যাক করে, মেয়েদের কে খেলার জন্য আমন্ত্রন জানায় এবং জয় তুলে নিয়ে, তাদেরকে ইমপ্রেস করে প্রেমের ফাঁদে ফেলেন।
এব্যাপারে পরিচয় গোপন রেখে এক ভুক্তভূগী নারী জানান, আসিফ আমাকে একদিন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায়, আমি সরল মনে তা গ্রহন করি । আমাদের মধ্যে ইনবক্সে মাঝে মাঝে কথা হতো। একদিন সে আমাকে লুডু খেলার আমন্ত্রন জানায়, আমি রাজি হই। আমি অনেক ভালো খেলোয়ার হওয়া সত্বেও, তার সাথে জিততে পারছিলাম না। সেই আক্ষেপে অনেকগুলো গেইম খেলি এবং বারে বারে হারছিলাম আমি। তার এভাবে জয়ী হওয়াতে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে ও আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে, আমি ও রাজী হয়ে যাই। পরে জানতে পারি তার গেমটি হ্যাক করা ছিল, তাই সে চাইলেই ছক্কা পরতো এবং জয় তুলে নিতো। আমার মতো ভুক্তভূগী এরকম আরো অনেক গুলো গার্লফ্রেন্ড তার রয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কাকা জানিয়েছেন, এধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত তাকে লুডু থেকে ব্যান করা হবে।

এইব্যপারে সব জান্তা মহাজ্ঞানী অধ্যাপক রাজীব রানা চো** জানিয়েছেন, যুব সমাজের এই ধরনের নৈতিক অবক্ষয় দেখে আমি হতাশ।

আমরা অনুসন্ধান করতে গেলে জানতে পাই যে, এই কাজে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে হৃদয় আহম্মেদ ওরফে দিলু নামে এক যুবকের সংশ্লিষ্টতা রয়েছে। তবে, এই ব্যাপারে জানতে চেয়ে আসিফ ইকবাল ফারাবীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty

Most Popular

  1. 1

    has ganado un iphone 12 pro max Solo tiene que mandárselo a 20 personas de tus amigos