পাবজি গেইম এর নেশায় এখন মানুষিক ভারসাম্যহীন

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 53666 Shares

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে যখন চারিদিকে মানুষ ঘরবন্দি তখন পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন রুগি জুনায়েদ এহসান (মিম) এর খবর রাখার মত কেউ নেই! কিন্তু এসময় মানবতার সেবায় দুইজন মানুষ তার পাশে এগিয়ে এসেছে।

ঘরের ভেতর পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন রুগী জুনায়েদ এহসান পাশে এগিয়ে এসেছেন হৃদয় আহমেদ ও ওয়াসিফ তুষার নামের দুইজন স্বেচ্ছাসেবক। নিয়মিত খাবার দেওয়া, নতুন জামা কাপড় ও চুল কেটে সুস্থ্য করে তোলার প্রয়াসে কাজ করছেন দুইজন। এই মানুষ দুজন দিন রাত জুনায়েদ এহসানের পেছনে থেকে তাকে সুস্থ করার প্রয়াসে প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন। কিন্থ মাঝে মাঝে জুনায়েদ পাবজি নেশায় এমন ভাবে আক্রান্ত হয়ে যায় তখন তাকে আয়ত্তে আনা খুব মুশকিল হয়ে পড়ে। তারা জুনায়েদ কে প্রতিদিন খাবার, গোসল, ঘুমের কথা স্বরন করিয়ে দেন। এই ভালো কাজে সহযোগিতারও হাত বাড়িয়েছেন ওই বাড়ির অনেকেই।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty

Most Popular

  1. 1

    has ganado un iphone 12 pro max Solo tiene que mandárselo a 20 personas de tus amigos